স্টাফ রিপোর্টার
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে মেলান্দহ উপজেলা ইসলামী ছাত্র শিবির রোববার (৬ জুলাই) এক বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। উপজেলা শিবিরের সভাপতি মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়, যেখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।
এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মুইন, সাবেক জেলা সভাপতি জিয়াউল কবির জিন্নাহ, পৌর আমির শরাফত আলী ফারাজি, ৪ নং নাংলা ইউনিয়ন সভাপতি হারুন অর রশিদ, সাবেক উপজেলা সভাপতি খোরশেদ আলম, ৫ নং ইউনিয়ন সেক্রেটারি সোহেল রানা, উপজেলা অর্থ সম্পাদক ওয়াসিক বিল্লাহ, তামিম ফারাজী, রাজন ইসলাম প্রমুখ। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দুটি ধাপে প্রায় ১০০ চারাগাছ রোপণ করা হয়। মেলান্দহ মডেল মসজিদ অডিটোরিয়াম, মডেল মাদ্রাসা মাঠসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে এই চারাগাছগুলো রোপণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও চারা বিতরণ করা হয়, যাতে তারাও নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণে উৎসাহিত হন।
কর্মসূচির লক্ষ্য ছিল শুধু গাছ লাগানো নয়, বরং পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ ও স্বাস্থ্যকর সমাজ গঠনে মানুষকে উদ্বুদ্ধ করা। শিবিরের নেতৃবৃন্দ জানান, তারা মনে করেন বৃক্ষরোপণ শুধু পরিবেশের জন্য নয়, মানবজাতির সুস্থ জীবনের জন্যও অপরিহার্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।
https://slotbet.online/