নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার অন্তর্গত দক্ষিণ বাহাগিলী দারুস সুন্নাত দাখিল মাদরাসা শিক্ষার গুণগত মানে এগিয়ে রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে একাডেমিক সাফল্য ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলছে এই প্রতিষ্ঠানটি।
মাদরাসাটিতে সাধারণ শিক্ষা ছাড়াও ধর্মীয় মূল্যবোধ, চারিত্রিক গঠন ও নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় অভিভাবকদের আস্থাভাজন এই মাদরাসায় প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভালো ফলাফল করছে।
মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোঃ শামসুল আলম বলেন, “আমরা শুধু সনদধারী শিক্ষার্থী তৈরি করতে চাই না, বরং সমাজের উপযোগী, আদর্শ ও নৈতিকতায় দৃঢ় মানুষ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ত্রিমাত্রিক সহযোগিতার মাধ্যমেই আমরা এই সাফল্য অর্জন করে চলেছি। ইনশাআল্লাহ, আগামী দিনগুলোতে মাদরাসার মান আরও উন্নত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
উপজেলার শিক্ষাঙ্গনে দক্ষিণ বাহাগিলী দারুস সুন্নাত দাখিল মাদরাসা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে—এমনটাই মনে করছেন সচেতন এলাকাবাসী
https://slotbet.online/