শরীফ আহমেদ স্টাফ রিপোর্টার: তাড়াশে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিনব্যাপী বিজয়মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই মেলার আয়োজন করা হয়।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা। উদ্বোধন শেষে (ইউএনও) সুইচিং মং মারমা বিজয় মেলায় অংশ নেয়া, কুঠির শিল্প, হস্তশিল্প, পিঠা-পুলি, কারুশিল্প ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে লিখিত বইয়ের স্টলসহ অর্ধশতাধিক স্টল ঘুরে দেখে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক মিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, তাড়াশ মহিলা ডিগ্রী কলের অধ্যক্ষ জাফর ইকবাল, তাড়াশ প্রমুখ।
ইউএনও সুইচিং মং মারমা বলেন, সরকারের নির্দেশনা অনুয়ায়ী উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন উদ্যাক্তারা তাদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে যে সকল স্টল প্রদর্শন করছেন তা সকলকে মুগ্ধ করেছে। বিজয়ের স্মৃতিকে ধরে রাখতেই এ ধরণের উদ্যোগ নেয়া হয়েছে।
https://slotbet.online/