ইভটিজিং ও মাদক মুক্ত ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন ছাত্রদল নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে খামারগ্রাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী সরকার, বেতিল স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ার্দ্দার ও এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন সহ অন্যান্য শিক্ষকদের নিয়ে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিতকরন সহ শিক্ষাঙ্গনে ইভটিজিং, বহিরাগত, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়।
এসময় এনায়েতপুর থানা বিএনপির যুগ্মআহব্বায়ক আতাউর রহমান আতা, যুগ্ম আহব্বায়ক সালেহ আহমেদ জামিল, থানা যুবদলের আহব্বায়ক জাহিদ হোসেন জহুরুল, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম মীর, থানা সেচ্ছাসেবকদলের আহব্বায়ক শাহরিয়ার ইমন, ছাত্রদলের আহব্বায়ক কামরুল ইসলাম সোহাগ ও সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লা সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/