সারিয়াকান্দিতে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় রোকেয়া বেগম কেয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক। তারা দু’জন স্বামী-স্ত্রী।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কুতুবপুর রোডের দেবডাঙ্গা-বরইকান্দি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত রোকেয়া বেগম কেয়া (২৭) গাবতলী উপজেলার চাকলা গ্রামের আহত শামীম ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭ টায় স্বামী-স্ত্রী তাদের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সারিয়াকান্দিতে এক আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তারা উপজেলার কুতুবপুর রোডের দেবডাঙ্গা-বরইকান্দি নামকস্থানে পৌছানোর পর বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রোকেয়া বেগম কেয়া ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের আত্মীয়স্বজনের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/