সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মনগ্রাম থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার যমুনা নদীর তীর সংরক্ষন প্রকল্পে দফায় দফায় কাজ বন্ধ ও সময়ক্ষেপনসহ অনিয়ম-দুর্নীতির প্রতবাদে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ছাত্র-জনতা হাট পাঁচিল এলাকায় যমুনা নদীর তীরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন। শাহজাদপুর উপজেলা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি ফারুক রেজার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, এনায়েতপুর থানার সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাজী শহিদুল ইসলাম উকিল, ছাত্র ঐক্য পরিষদের তামজিদ হোসেন শিক্ষার্থী সৌহার্দ্য, সমাজসেবক আল মামুন, সাদ্দাম হোসেন ও এরশাদ আলী শেখ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এনায়েতপুর থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার নদী তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণে সাড়ে ৬শ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বরাদ্দ দেয়া হয়। কিন্তু নদীর রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিদের গাফিলতির কারনে দফায় দফায় কাজ বন্ধ, সময়ক্ষেপন ও ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও লুটপাট হচ্ছে। একারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় এসব এলাকার বসতভিটা ও ফসলী জমি বিলীন হয়ে যাচ্ছে। এ অবস্থায় প্রকল্পের অর্থ লুটপাটের সাথে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনপুর্বক এলাকা রক্ষায় পুনরায় কাজ শুরু করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবী জানানো হয়।
https://slotbet.online/