নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী যমুনা যুব সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত মর্নিং মিনিবার ফুটবল টুনামেন্ট শুরু হয়েছে। গত বুধবার রেলকলোনী মার্কাজ মসজিদ মাঠে এ ফুটল খেলা শুরু হয়। খেলায় নিউ ইয়াং স্টার একাদশ, মানযিয়া একাদশ, রাদিয়া হোমিও হল একদশ. মদিনা স্টীল একাদশ, আলাউদ্দিন একাদশ, সাব্বির একাদশ, রিমি চশমা একাদশ
ও বন্ধু বিনোধন একাদশ টিম অংশগ্রহন করেছেন। প্রতিদিন ভোর ৬টায় এ খেলা শুরু হয়। খেলা দেখতে এলাকার লোকজন ভীড় জমায়। খেলার উদ্বোধনের দিন ক্লাবের সভাপতি পারভেজ ভুইয়া, এলাকার মুরুব্বী, নুরুল হুদা, শুকুর মাহমুদ, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম রানা, ক্লাবের সাবেক সভাপতি রহমত আলী ভুইয়াসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।
ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, এলাকার যুব সমাজকে মাদক ও সন্ত্রাস কর্মকান্ডসহ বিপদে যেন না যায় সে জন্য ক্লাবের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। খেলাধুলা করলে শরীর ও মন ভাল থাকে। মনে কোন ধরনের বিরূপ প্রভাব পড়ে না। ক্লাবের উদ্যোগে আগামীতে আরো খেলার আয়োজন করা হবে। তিনি আরো জানান, ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে। 
https://slotbet.online/