“করবো সেবা—গড়বো দেশ, স্বেচ্ছাসেবীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে নীলফামারী জেলায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে ‘রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠন’। একঝাঁক স্বপ্নবাজ তরুণের নিরলস প্রচেষ্টা ও মানবসেবার অদম্য প্রত্যয়ে সংগঠনটি বারবার স্থান করে নিচ্ছে ইতিবাচক সংবাদের শিরোনামে।
পঞ্চপুকুর উত্তরাশশীর মতো প্রত্যন্ত জনপদে বেড়ে ওঠা মানবিক হৃদয়ের সন্তান এবং একজন খেটে খাওয়া দিনমজুর বাবার আলোকিত স্বপ্ন—মোঃ রায়হান শাহ’র নেতৃত্বে ২০২১ সালের ২১ জানুয়ারি যাত্রা শুরু করে স্বেচ্ছায় রক্তদান ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠন নীলফামারী’। সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটির কার্যক্রম বহুমাত্রিক রূপ ধারণ করায় ২০২৪ সালের ২৫ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করে সংগঠনটি ‘রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠন’ নামে।
প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত সংগঠনটির নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা প্রায় ৩ হাজার ৫০০ ব্যাগ “লাল ভালোবাসা” উপহার দিয়ে অসংখ্য মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রক্তদানের মাধ্যমে রোগী ও তাদের স্বজনদের কাছে আত্মার পরম আত্মীয় হয়ে উঠেছে ‘রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠন’।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পাশাপাশি জনকল্যাণমূলক বহুমুখী কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে সংগঠনটি যেমন সুধীমহলের প্রশংসা কুড়িয়েছে, তেমনি অসহায় ও দুঃস্থ মানুষের কাছে আশার আলো জ্বালিয়ে রাখা এক নির্ভরতার নাম হয়ে উঠেছে। শীতকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, এতিম ও দুঃস্থদের খাদ্য ও চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার প্রদান, বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, পবিত্র রমজান মাসে গরিব ও অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, বৃদ্ধাশ্রমে অসহায় বাবা-মায়েদের সঙ্গে খাবার ভাগাভাগি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা এবং পথশিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
এই মানবিক সফলতার পেছনে রয়েছে একটি সুসংগঠিত, ত্যাগী ও দায়িত্বশীল কার্যনির্বাহী কমিটির নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ রায়হান শাহ’র নেতৃত্বে গড়ে ওঠা এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মোশারফ হোসেন, মোঃ ইলিয়াস ইসলাম, মোঃ রাজু ইসলাম, মোঃ রাসেল রানা, মোঃ আবু সাইদ লাবু, মোঃ আলমগীর বাদশা, মোঃ নুরন্নবী নুর, মোঃ রনি মিয়া ও মোঃ আব্দুল আলিম—নিজ নিজ অবস্থান থেকে সংগঠনের প্রতিটি মানবিক কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। মাঠপর্যায়ে রক্ত সংগ্রহ থেকে শুরু করে দুর্যোগকালীন সহায়তা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে তাদের সম্মিলিত প্রচেষ্টাই ‘রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠন’-কে নীলফামারীর মানবিক আন্দোলনে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
উল্লেখ্য, মানবতার সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই সম্প্রতি জীবিকার প্রয়োজনে প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রায়হান শাহ প্রবাসে পাড়ি জমালেও তার অনুপস্থিতিতে সংগঠনের মানবিক কার্যক্রম থেমে থাকেনি। বরং বাকি নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের আন্তরিকতা, ত্যাগ ও ঐক্যবদ্ধ নেতৃত্বে আগের মতোই অব্যাহত রয়েছে সব মানবিক কার্যক্রম।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ রায়হান শাহ বলেন, “সামাজিক দায়বদ্ধতা ও মানবতার সেবার চেতনা থেকেই গুটিকয়েক স্বপ্নবাজ তরুণকে সঙ্গে নিয়ে আমাদের পথচলা শুরু। স্বেচ্ছাসেবীদের নিজস্ব চাঁদা এবং সমাজের বিত্তবান কিছু মহৎপ্রাণ মানুষের সহায়তায় গঠিত তহবিল থেকে আমরা বিনামূল্যে রক্তদানের পাশাপাশি অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছি। এই পবিত্র ও অকৃত্রিম হাসিই ‘রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠন’-এর আগামী দিনের পথচলার প্রধান প্রেরণা।”
মানবতার সেবায় নিবেদিত এই সংগঠন আজ নীলফামারীর গণ্ডি পেরিয়ে ধীরে ধীরে হয়ে উঠছে মানবিকতার এক অনুকরণীয় নাম।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩