
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচরা ইউনিয়নের বাঁশখালাতে অলিকুল শিরোমণি হযরত শাহ বোঁচা ফকির (রহঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে এক আজিমুশশান মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
মাহফিলের উদ্বোধন করেন হযরত মাওলানা আহমদ হোসেন, শাহজাদা, মরহুম হযরত মাওলানা আবুল কালাম সাহেব, বাঁশখালা, বাঁশখালী, চট্টগ্রাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইসমাইল সাহেব, সাবেক ইউপি সদস্য, বাহারছড়া ইউনিয়ন পরিষদ, বাঁশখালী।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আল-আযহারী, অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। তিনি রাসূলে কারীম (সা.)-এর আদর্শ অনুসরণ, আধ্যাত্মিকতা ও সমাজ সংস্কারে সুফি-সাধকদের অবদানের ওপর আলোকপাত করেন।
প্রধান ওয়ায়েজ হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা মুফতি আবুল কাশেম তাহেরী, আরবি প্রভাষক, রঙ্গিয়াঘোনা ফাজিল মাদ্রাসা।
বিশেষ ওয়ায়েজ হিসেবে বয়ান রাখেন—
হযরত মাওলানা আলী আহমদ সাহেব, সিনিয়র শিক্ষক, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা
হযরত মাওলানা মফিজুল হক সাহেব, সিনিয়র শিক্ষক, মাদ্রাসা-ই আবু হুরায়রা (রাঃ), চট্টগ্রাম
মাওলানা জয়নাল আবেদীন সাহেব, খতিব, পূর্ব বাঁশখালা জামে মসজিদ
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জনাব দেলোয়ার আজিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিল সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ ফোরকানুল ইসলাম, পরিচালক, অত্র মাদ্রাসা।
অনুষ্ঠানে হযরত শাহ বোঁচা ফকির (রহঃ) এর রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তবাররুক বিতরণ করা হয়।
মাহফিলের আয়োজন করে হযরত শাহ বোঁচা ফকির (রহঃ) একতা সংঘ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩