
মোহাম্মদ আমিনুল ইসলাম
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি |
গতকাল ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মধ্যম পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বহনাকাটায় অবস্থিত মরহুম আব্দুল আলী ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অদ্য ১১-০১-২০২৬ ইং তারিখে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মোশাররফ হোছাইন সাহেব, অধ্যক্ষ, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ সাহেব (দক্ষিণ পুঁইছড়ি, পন্ডিত কাটা, বাঁশখালী) এবং মাওলানা জুনায়েদ সাহেব (পরিচালক, পুঁইছড়ি হেদায়েতুল ইসলাম মাদ্রাসা)।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
জনাব মাওলানা সোলাইমান সাহেব (শিক্ষক, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়),
হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব (শিক্ষক, শেখেরখীল ইসলামিয়া দাখিল মাদ্রাসা),
জনাব ডাঃ নুরুল ইসলাম (মধ্যম পুঁইছড়ি বহনাকাটা),
জনাব মোঃ ডাঃ জাহেদুল ইসলাম ও জনাব জাহাঙ্গীর আলম (মধ্যম পুঁইছড়ি বহনাকাটা)।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন হাফেজ মুহাম্মদ আলী মোরশেদ কাজেম ও মোহাম্মদ সায়েদ হাসান।
মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন আল্লামা ক্বারী নুরুল্লাহ সাহেব, মুহাদ্দিছ, জামিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসা, মিয়া খান নগর, চট্টগ্রাম।
এছাড়াও বিশেষ ওয়ায়েজ হিসেবে বয়ান রাখেন—
হাফেজ মাওলানা মুফতী জুবায়ের ইব্রাহিমী সাহেব (খতিব, বায়তুল আমান জামে মসজিদ, ঢাকা),
মাওলানা জমির উদ্দিন জিহাদী সাহেব (রাঙ্গুনিয়া, চট্টগ্রাম),
মাওলানা জয়নুল আবেদীন ফারুক সাহেব (পরিচালক, পুঁইছড়ি দারুল উলুম ফয়জিয়া মাদ্রাসা),
মাওলানা শাহাব উদ্দিন আফিফ সাহেব (সিনিয়র শিক্ষক, চাঁদপুর হোসাইনিয়া আলিম মাদ্রাসা),
মাওলানা আমিনুল ইসলাম মুকুল সাহেব (খতিব, গর্জনীয় পাড়া জামে মসজিদ)।
বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী শিক্ষার প্রসার, নৈতিক সমাজ গঠন এবং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুম আব্দুল আলী (রহ.)-সহ এলাকার সকল কবরবাসী মুমিন মুসলমানের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকের উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মুহাম্মদ আলী মোরশেদ কাজেম, হাফেজ মাওলানা আজিজুল হক সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, মুরুব্বি ও সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩