প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৮:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৩:১৯ পি.এম
চকরিয়ার সিনিয়র সাংবাদিক এস. এম. হান্নান শাহ আর নেই

নিজস্ব প্রতিবেদক
চকরিয়ার সিনিয়র সাংবাদিক ও দৈনিক সকালের সময়, দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি এস. এম. হান্নান শাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ সকাল ৯ টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
চকরিয়ার সাংবাদিক অঙ্গন প্রিয় মূখ একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পেশাদার সাংবাদিক ছিলেন তিনি। সাংবাদিকতা পেশায় তাঁর সততা, নিষ্ঠা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা আজীবন স্মরণীয় হয়ে থাকবে সহকর্মীদের মাঝে।
এদিকে এস. এম. হান্নান শাহ`র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগরসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এস. এম. হান্নান শাহ ছিলেন একজন দায়িত্বশীল ও আদর্শবান সাংবাদিক। তাঁর অকাল মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন শোক সইবার তাওফিক দান করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩