নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা একাধিক অবৈধ ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালিত হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
বিশেষ করে কামারজানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউল ইসলামের মালিকানাধীন একটি ইটভাটা কোনো ধরনের বৈধ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সুন্দরগঞ্জ ও সর্বানন্দ এলাকায় গড়ে ওঠা এসব ইটভাটা জনবসতি ও ফসলি জমির একেবারে কাছাকাছি অবস্থান করছে। ইটভাটাগুলোতে কয়লার পরিবর্তে দেদারসে ব্যবহার করা হচ্ছে বনজ কাঠ। ফলে ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকা। এর প্রভাবে স্থানীয় কৃষিজমিতে ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এলাকাবাসীর মধ্যে শ্বাসকষ্ট, হাঁপানি ও বিভিন্ন চর্মরোগ ছড়িয়ে পড়ছে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক শের আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩