
বাঁশখালী উপজেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সভায় সভাপতিত্ব করেন মান্যবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমা আকতার। সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন ডাঃ তৌফিকুল আলম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়াও উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার, ওয়ার্ড ইনচার্জগণ, ইওসি (ইনচার্জ), সিনিয়র স্টাফ নার্স এবং মিডওয়াইফসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভাপতির বক্তব্যে ডাঃ নাজমা আকতার বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সকলকে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি রোগীবান্ধব সেবা নিশ্চিতকরণ, সময়ানুবর্তিতা এবং সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, জরুরি সেবা ব্যবস্থাপনা, নার্সিং কার্যক্রমের মান উন্নয়ন এবং স্বাস্থ্যখাতের চলমান চ্যালেঞ্জসমূহ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
সমন্বয় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্বাস্থ্য বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩