হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকায় বীর মুক্তিযোদ্ধা,নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর ভূঁইয়ার ৮৫ হাজার ডলার আত্মসাৎ করেছেন শেখ এমডি তাজুল ইসলাম,আব্দুল্লাহ আহাদ এবং মেডিস ডিম এলএলসি ।খবর আইবিএননিউজ।অনুসন্ধানে জানা যায়,১৭০-১৬,হিলসাইড এভিনিউ,জ্যামাইকা ঠিকানায় বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর ভূঁইয়া প্রিন্স রেষ্টুরেন্ট এন্ড সুইট নামে সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে যাচ্ছিলেন ।সম্প্রতি আলমগীর ভূঁইয়া তার ব্যবসা প্রতিষ্ঠানটি বিক্রি করবেন বলে চিন্তা বাবনা করেন ।এজন্য জ্যামাইকা এলাকার মাথা নষ্ট ফার্ষ্টফুড ষ্টোর এর মালিক শেখ এম তাজুল ইসলাম প্রিন্স রেস্টুরেন্ট এন্ড সুইট এর মালিক আলমগীর ভূঁইয়া যোগাযোগ করলে তিনি শেখ এমডি তাজুল ইসলামের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেন ।প্রথমিক ভাবে ৪০ হাজার ডলার দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।এজন্য শেখ তাজুল ইসলাম ৪০ হাজার ডলারের একটি চেক নং ১০২৫,ফেব্রুয়ারি ৮,২০২৫,আলমগীর ভূঁইয়াকে প্রদান করেন।আলমগীর ভূঁইয়া ৪০ হাজার ডলার চেক ব্যাংকে জমা দেন ।পরে ৪০ হাজার ডলার এর চেক ডিজওনার হয় ।এর পর আলমগীর ভূঁইয়া এব্যাপারে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি (ডিএ)অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন ।এছাড়াও সুপ্রিম কোর্ট অব দ্য ষ্টেট অব নিউইয়র্ক কান্ট্রি অব কুইন্স এ একটি মামলা দায়ের করেন।মামলার ইনডেক্স নাম্বার ৭৩৪২৬৪/২০২৫ ।মামলার বাদী আলমগীর ভূঁইয়া এবং বিবাদী পাঁচ মিশালী ইনক,শেখ এমডি তাজুল ইসলাম,আব্দুল্লাহ আহাদ এবং মেডিস ডিল এলএলসি ।আলমগীর ভূঁইয়া মামলা করার পূর্বে বাদী শেখ এমডি তাজুল ইসলাম এর কাছে চেক ডিজওনারের ৪০ হাজার ডলার সহ বাকি ডলার পরিশোধের দাবি জানালে বিবাদী শেখ এমডি তাজুল ইসলাম নানান তালবাহানা শুরু করেন ।এ কারণে ব্যবসায়ী শেখ এমডি তাজুল ইসলামের প্রতারণা ফাঁস হয়ে পরে ।এ পরিস্থিতিতে আলমগীর ভূঁইয়া আদালতের শরণাপন্ন হন ।উল্লেখ্য ,আলমগীর ভূঁইয়া প্রায় তিনদশকের বেশি সময় নিউইয়র্কে বসবাস করচেছন এবং নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সুনামের সাথে ব্যবসায় জরিত ছিলেন।তার পরিচালনায় ১৯৯০ এর দশকে নিউইয়র্ক সিটির ম্যানহাটনে একটি রেস্টুরেন্ট ছিলো। তিনি সর্ব প্রথম তাঁর রেস্টুরেন্ট এ ১৯৯০ এর দশকে প্রায় অর্ধশতাধিক আমেরিকান বাঙালিদের পান্তা,ইলিশসহ রকমারি বর্তা দিয় পহেলা বৈশাখ উদযাপন করেছিলেন।আলমগীর ভূঁইয়ার আয়োজনে অনুষ্ঠিত বৈশাখী উদযাপনে সহযোগিতায় ছিলেন প্রতিবেদক সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।আলমগীর ভূঁইয়া একজন স্বনামধন্য,প্রচার বিমুখ ও সাদা মনের মানুষ।তার উদ্যোগে যুক্তরাষ্ট্রে সর্ব প্রথম পহেলা বৈশাখ উদযাপিত হয়।পরে আস্ত আস্ত বাংগালিরা নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ব্যপাক হারে বৈশাখী উদযাপন করে আসছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩