তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
রংপুরে ‘কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি’র এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর আরকে রোড সংলগ্ন আইডিয়াল মোড়স্থ জনতা ক্লিনিকে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— সমিতির গঠনতন্ত্র প্রণয়ন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, সদস্য সংগ্রহ অভিযান জোরদার করা এবং চাঁদা রশিদ তৈরি। এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এ্যাডহক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে যেকোনো তফসিলী ব্যাংকে সমিতির নামে একটি ব্যাংক হিসাব খোলা হবে।
সমিতির কার্যক্রমকে সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক করতে গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়েছে। এই উপকমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন প্রফেসর মোঃ মোস্তাফিজার রহমান। কমিটির অন্য দুই সদস্য হলেন জনাব মোঃ আতিয়ার রহমান ও জনাব মোঃ আসাদুজ্জামান ফারুক।
সভায় এ্যাডহক কমিটির আহ্বায়ক জনাব মোঃ মনিরুল হক প্রধান এবং সদস্য সচিব ডাঃ শাহ্ শাহাজাদা পিন্টু উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন:
জনাব মোঃ আমজাদ হোসেন চৌধুরী, প্রফেসর মোঃ মোস্তাফিজার রহমান, জনাব মোঃ আতিয়ার রহমান, জনাব মোঃ শহিদুল হক লাবু,জনাব মোঃ শাহজাহান বাবু, জনাব মোঃ আব্দুল গাফফার, জনাব মোঃ আসাদুজ্জামান ফারুক (সাধারণ সদস্য) প্রমুখ। সভায় বক্তারা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সমিতির মাধ্যমে সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩