
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমানের বদলিজনিত কারণে তাকে আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, কেন্দ্রীয় কমিটি, রংপুর।
সোমবার (২৯ ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অধ্যক্ষের কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির আহ্বায়ক জনাব মোঃ মনিরুল হক প্রধান, সদস্য সচিব জনাব ডা. শাহ্ শাহজাদা পিন্টু, সদস্য মোঃ আতিয়ার রহমান, মোঃ শহিদুল আলম লাবু এবং মোঃ আব্দুল গফফারসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বিদায়ী অধ্যক্ষ ও তাঁর সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা জানান।
সংবর্ধনা প্রদানকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একজন দক্ষ ও আদর্শবান অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান তাঁর মেধা ও শ্রম দিয়ে কলেজটির শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তাঁর বিদায় বেলায় শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রনেতৃবৃন্দ আবেগ আপ্লুত হয়ে পড়েন।
সহকর্মী ও শিক্ষার্থীদের মতে, অধ্যাপক মোস্তাফিজুর রহমান ছিলেন অত্যন্ত সহজ-সরল, সদালাপী এবং ছাত্রবান্ধব একজন মানুষ। তাঁর দায়িত্ব পালনকালে কলেজের একাডেমিক শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নে তিনি নিরলস কাজ করেছেন। উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা তাঁর ভবিষ্যৎ জীবনের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন।
বিদায়ী বক্তব্যে অধ্যাপক মোস্তাফিজুর রহমান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কারমাইকেল কলেজের ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩