
চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোহাম্মদ তাহের সিকদারের পিতা, বিশিষ্ট সমাজসেবক জনাব নজির আহমদের জানাজার নামাজে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
কালীপুর এলাকায় অনুষ্ঠিত জানাজার নামাজে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত মুসল্লীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
জানাজায় উপস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, বৈলছড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, বাঁশখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন,
বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হেফাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস ছবুরসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মরহুম নজির আহমদ ছিলেন একজন সৎ, ধর্মভীরু ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিবেদিত ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে এলাকায় গভীর শোক ও বেদনার ছায়া নেমে এসেছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩