
তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন 'কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি' কেন্দ্রীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে নগরীর দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার (২৮ ডিসেম্বর) রাতে রংপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সংগঠনের এ্যাডহক কমিটির পক্ষ থেকে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সমিতির এ্যাডহক কমিটির আহ্বায়ক মোঃ মনিরুল হক প্রধান এবং সদস্য সচিব ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু উপস্থিত থেকে কার্যক্রমের নেতৃত্ব দেন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য আতিয়ার রহমান, শহিদুল আলম লাবু, শাহজাহান বাবু, আব্দুল গফফার, মনিরা বেগম মুন্না, সোমা চক্রবতী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গতকাল রাত সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ রংপুর ধাপ এলাকা, আইডিয়াল মোড়, সিও বাজার ও ফুটপাতে থাকা দুই শতাধিক ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন।
সমিতির আহ্বায়ক মোঃ মনিরুল হক প্রধান বলেন, "উত্তরবঙ্গে শীতের তীব্রতা প্রতিবারই জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে। এই হাড়কাঁপানো শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে আমাদের এই সামান্য চেষ্টা মাত্র।"
সদস্য সচিব ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় এ ধরনের মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ্যাডহক কমিটির অন্যতম সদস্য একেএম দৌলত আকবর দুলাল এক প্রতিক্রিয়ায় বলেন, "কারমাইকেল কলেজ আমাদের জীবনের শেকড়। এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন। নিজেদের অর্জিত অবস্থান থেকে আমরা যদি এই শীতে কাঁপতে থাকা নিজ শহরের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই, তবেই আমাদের শিক্ষার প্রকৃত সার্থকতা প্রকাশ পায়। আমরা চাই আমাদের এই ছোট্ট উদ্যোগ দেখে সমাজের অন্যরাও যেন যার যার অবস্থান থেকে এগিয়ে আসেন।"
রাতের কনকনে ঠান্ডায় হঠাৎ উষ্ণতার পরশ পেয়ে অসহায় মানুষগুলো সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমিতির নেতৃবৃন্দ জানান, এটি তাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ এবং আগামীতেও তারা জনকল্যাণমূলক কাজে সক্রিয় থাকবেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩