
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। এর আগে গত ১৭ ডিসেম্বর তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা ও অনিশ্চয়তা ছিল, তা অনেকটাই কেটে গেছে। তিনি আরও বলেন, “তারেক রহমান যেদিন দেশে পা রেখেছেন, সেদিন থেকেই দেশের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল হতে শুরু করেছে। দেশ এখন একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।”
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনে বিজয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। দলীয় ইশতেহারের পাশাপাশি বাঁশখালী এলাকার স্থানীয় সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি আলাদা নির্বাচনী ইশতেহার দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক শাখাওয়াত জামান দুলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, জেলা পিপি আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরসহ দলীয় নেতাকর্মীরা।
এদিকে সংশোধিত তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩