প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৮:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৭:৩৩ পি.এম
রূপগঞ্জে সেনাবাহিনীর দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন
![]()
আশিকুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অসহায়, গরিব ও দুঃস্থ সহস্রাধিক মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করা হয়েছে। ২৮ডিসেম্বর রবিবার দিনব্যাপী উপজেলার দাউদপুর ইউনিয়নের নূরুন্নেছা স্কুল এন্ড কলেজ মাঠে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৯ আর্টিলারি ব্রিগেডের পরিচালনায় এবং রূপগঞ্জ আর্মি ক্যাম্পের (৫১ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি) তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সাভার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পেইনে মেডিসিন, চক্ষু ও চর্মরোগসহ জটিল রোগে আক্রান্তদের নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে তাদের মধ্যে ওষুধ সরবরাহ করা হয়।
৯আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার উজ্জামান(পিএসসি) ক্যাম্পেইন পরিদর্শন করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩