বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন করোনেশন ড্রামাটি ক্লাব (সিডিসি)-র দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী জাকিরুল মওলা। তাঁর এই সাফল্যে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
কাজী জাকিরুল মওলা টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক ‘হক কথা প্রতিদিন’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য যে, তিনি এসএসএস-এর বর্তমান সভাপতি এবং সিডিসি-র বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক মরহুম কাজী সাকেরুল মাওলার সুযোগ্য সন্তান। পিতার উত্তরসূরি হিসেবে তাঁর এই জয় টাঙ্গাইলের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
এসএসএস-এর অভিনন্দন বার্তা:
এক অভিনন্দন বার্তায় এসএসএস কর্তৃপক্ষ জানায়, কাজী জাকিরুল মওলা একজন দক্ষ সংগঠক ও সজ্জন ব্যক্তি। তাঁর নেতৃত্বে করোনেশন ড্রামাটি ক্লাব (সিডিসি) টাঙ্গাইলের সুস্থ সংস্কৃতি চর্চাকে আরও বেগবান করবে। তিনি তাঁর মেধা ও শ্রম দিয়ে ঐতিহ্যবাহী এই সংগঠনটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন বলে এসএসএস পরিবার আশাবাদ ব্যক্ত করে। একইসঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
উল্লেখ্য, কাজী জাকিরুল মওলা দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে জনসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত