আমেরিকার বাফেলো শহর থেকে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আপামর জনগণকে এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর বাঙালি জাতি পরাধীনতার গ্লানি মুছে ফেলে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের যাদের আহ্বানে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
এছাড়াও, আমি বিনম্র শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ, ও বীরাঙ্গনাদের প্রতি, যাঁদের অপরিসীম সাহস ও আত্মত্যাগ আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছে।
সুদূর প্রবাসে থাকলেও আমার মন সবসময় দেশের মাটিতে লেগে থাকে। আমি বিশ্বাস করি, সকল প্রবাসীর হৃদয়ে দেশপ্রেমের একই স্পন্দন বাজে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করি।
সকলের জীবন হোক বিজয়োল্লাসে ভরপুর।
শুভেচ্ছান্তে,
জাহাঙ্গীর আলম রুবেল
বাফেলো, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত