আশিকুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় রূপসী এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সশস্ত্র হামলার শিকার হয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ নূর আলম। গত ১৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় ব্যক্তিগত প্রয়োজনে সরকারি রাস্তা কাটার অভিযোগে সাংবাদিক মোঃ নূর আলম ঘটনাস্থলে গেলে রূপসী এলাকার বিল্লাল হোসেন মোল্লা ১৫/১৬ সদস্যের একদল সন্ত্রাসী ধারালো রামদা, চাপাতি, ছুরি ও লাঠি-সোঁটায় সজ্জিত হয়ে সাংবাদিকদের উপর এ হামলা করে। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে য ায়। পরে সাংবাদিক মোঃ নূর আলমকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে দৈনিক জনকণ্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ নূর আলম বাদী হয়ে ৩ জনকে নামীয় ও অজ্ঞাত ১৫/১৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত