আমির হোসাইন স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা বারের সিনিয়র সদস্য ও বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা এলাকার সন্তান অ্যাডভোকেট মো: আবুল বাসার ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
২০০৯ সালে সুনামগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনে আইনজীবী হিসেবে নিবন্ধিত হয়ে অ্যাডভোকেট আবুল বাসার দীর্ঘদিন নিষ্ঠা ও সুনামের সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি সততা, দক্ষতা এবং মানবিক আচরণের জন্য সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত সম্মানিত।
মরহুম বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক আমির হিসেবেও দায়িত্ব পালন করেন। নির্বাচন প্রচারণার অংশ হিসেবে পলাশবাজার এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ছাতারকোনা-হালাবাদী ঈদগাহ মাঠের সভাপতিও ছিলেন। তার মৃত্যুতে ছাতারকোনা এলাকা, আইনজীবী সমাজ, রাজনৈতিক সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সুনামগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন—“অ্যাডভোকেট আবুল বাসারের মৃত্যুতে আমরা একজন সৎ, আদর্শবান ও মানবিক গুণসম্পন্ন আইনজীবীকে হারালাম।”
মরহুমের নামাজে জানাজা ও দাফন পরিবারের পরামর্শক্রমে পরবর্তীতে জানানো হবে।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করুন—আমিন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত