বি এম আবুল হাসনাত, সহ বার্তা সম্পাদক:
নারায়গঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহর ৩০০ ফিট সড়কের ভূইয়াবাড়ী ব্রীজ এলাকায় ১৫নভেম্বর রাত ১০ টার দিকে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী গুরুতর আহত হয়েছে।
আহতরা হলো রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার আব্দুল হামিদের ছেলে গোলাম রাব্বী (২৬) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে রায়হান সরকার। গোলাম রাব্বী একটি বেসরকারী হাসপাতালে চাকুরী করেন ও রায়হান সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক সোহেল রানা বলেন, রাত ১০ টার দিকে কুড়িলবিশ্বরোড থেকে ভুলতাগামী একটি প্রাইভেটকারে সাথে বিপরীতদিক থেকে উল্টোপথে আসা দ্রুতগামী একটি মোটসাকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী গোলাম রাবিব ও রায়হান সরকার। আশে পাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত দুইজনের অবস্থাই আশংকাজনক বলে জানান পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল ও প্রাইভেটকারটি উদ্ধার করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত