
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. এহসান উল্লাহ (২৫) নামের এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে রাস্তাপাশের বাঁশঝাড় পরিষ্কার করার সময় কাটা বাঁশ খোলা বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি তড়িতাহত হন। পরে স্থানীয়রা তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এহসান উল্লাহ রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের শরিফ বাড়ির বাসিন্দা এবং ‘রাউজান সুজ’ এর পরিচালক ছিলেন। বিয়ের মাত্র ২৪ দিন পর এহসানের এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা জানান, তিনি ছিলেন ভদ্র, সদালাপী ও সমাজসেবায় সবসময় এগিয়ে থাকা একজন তরুণ। সদ্য বিবাহিত এ তরুণের চলে যাওয়া সবাইকে স্তব্ধ করে দিয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত