আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় নাগরিকতা সিভিক এনগেজমেন্ট সাপোর্ট (সেফ) সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে উপজেলা পর্যায়ে একটি লবিং সভা অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (BSDO) এবং সহযোগিতা করে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে সোমবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হক , সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা , যুব উন্নয়ন কর্মকর্তা সাব্বির আহমেদ , মান্দা প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, সরকারি সেবা প্রাপ্তি সহজীকরণ ও জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন প্রক্রিয়া জোরদারের বিষয়ে মতামত তুলে ধরেন। আয়োজকরা জানান, সঠিক নাগরিক অধিকার বাস্তবায়ন এবং সরকারি সেবার জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে এমন সভা আয়োজনের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত