আশিকুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ইক্বরা কিন্ডারগার্টেন স্কুলের দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ২৩ অক্টোবর বৃহস্পতিবার বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় মাঠে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন শিক্ষক শফিকুর রহমান, শিক্ষক হালিমা খাতুন, রুমানা আক্তার রুমি আক্তার, সুলতানা রাজিয়া, মারিয়া আক্তার, মইন উদ্দিন, মুনমুন আক্তার, হালিমা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে বৃত্তি পরীক্ষা আয়োজনে বিকল্প নেই। ছাত্র-ছাত্র, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সমন্বয়ে ভালো ফলাফল অর্জন করতে হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধাবী হয়ে উঠে। তাই বেসরকারি শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া প্রয়োজন।
পরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেষ্ট বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত