ভুরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী এনছাফুল হক সরকার।
কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বারের সঞ্চালনায় আলোচনা বক্তব্য রাখেন, ভেটেরিনারি সার্জন ডাঃ হোসনে আরা খাতুন, ওসি আল হেলাল মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, নির্বাচন অফিসার নাজমুল হুদা, পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমান, আইসিটি অফিসার আশরাফুল আলম, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য আশরাফুল আলম প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শ্রমিক নেতারা।
সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে হলে চালক ও পথচারী উভয়ের সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিয়োগ ও দুর্ঘটনা রোধে মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে।
এ সময় তারা, অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকল ব্যাটারি চালিত অটো-রিক্সা চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্সের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত