বন্ধুত্ব ও আমি
-জে আই জাহিদ
মনের ভিতর সঙ্গোপনে,
দুঃখ গুলো ঠিক যতনে,
রেখেছিনু পুষে ।
এই দুঃখ যে বিষাদ হয়ে ,
বন্ধুর মায়া ফেলবে খেয়ে,
চর্বোসম পিষে ।
ছিলোনা তো মনে তাহা,
কী নিদারুণ কষ্ট আহা!
কেমনে সহি বলো।
বন্ধু ছাড়া সমাজ জীবন,
কচু পাতায় পানি যেমন,
শুধুই টলমলো ।
তাই তো এখন বন্ধু পেলে,
সকল কিছু যাই যে ভুলে,
থাকনা পিছুটান।
অশ্ববেগে যাই যে ছুটে,
বন্ধুদেরি মিলন ঘাটে,
হয়ে পেরেশান।
দিপ্ত হাতে শপথ নিলাম,
বন্ধুত্বকে জানাই সালাম,
নিত্য অবিরত।
বন্ধুর ডাকে দিবই সাড়া,
ব্যস্ত যতই দেকনা তাড়া,
পাগলা ঘোড়ার মত।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত