ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ভুরুঙ্গামারীতে জেলা পরিষদ কুড়িগ্রামের অর্থায়নে দুর্গম চরাঞ্চলের অসহায় দরিদ্র উদ্যোক্তা নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় কক্ষে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (অ:দা:) মিজানুর রহমান, ভুরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল বারী, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইউপি সদস্য শফিকুল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, মহিলা বিষয় কর্মকর্তা জয়ন্তী রানী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম মিঠু , উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন প্রমুখ।
প্রশিক্ষণে শিলখুড়ী ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের নদীবেষ্টিত চরাঞ্চলের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত