প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৯:৩৭ পি.এম
অবৈধভাবে গ্যাসের ফাইভ লাইন বসিয়ে, অবৈধ কাজ করে,মহা তবিয়তে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ধাপিয়ে বেড়াচ্ছে। মেসার্স স্যালভেশন ইঞ্জিনিয়ারিং এন্ড কোং লিমিটেড এর মালিক মো:তৈমুর রহমান।

নিজস্ব প্রতিবেদক ঃ
KGDCL এর তালিকাভুক্তি ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সেনভেশন ইঞ্জি এন্ড কোঃ লিঃ মালিক জনাব মোঃ তৈমুরের চট্টগ্রাম বিভিন্ন জায়গায় অবৈধভাবে গ্যাস লাইন স্থাপন করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া কোন ভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না।
উল্লেখ বিগত ০৫ বছর হইতে অধ্যাবধি KGDCL এর আওতাধীন বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান যেমন বন্দরে দুটি এবং চুয়েট দুটি কার্যাদেশ পেয়ে ও KGDCL এর নিয়ম অনুযায়ী মালামালের ডিমান্ড নোট জমা করত কাজ সম্পূন্ন করার নিয়মের বাধ্যবাদকতা থাকা সত্বে ও অবৈধভাবে এই কাজগুলো সম্পাদন করে নিজে আর্থিকভাবে স্বচ্ছল হইলে ও কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
সর্বশেষ ০৯/০৯/২০২৫ ইং তারিখে বিসিআইসিআর ল্যাবরেটরি বালুছড়া কলোনীতে (নীতিমালা অনুযায়ী KGDCL এর সংশ্লিষ্ট ভান্ডার হইতে মালামাল উত্তোলনপূর্বক কাজ সম্পাদন করতে হয়) KGDCL এর মালামালের বিপরীতে KGDCL ইস্যুকৃত ডিমান্ড নোট পরিশোধ না করিয়া মাদারবাড়ী হইতে নিম্ন মানের মালামাল ক্রয় করিয়া কাজ শুরু করে যাহা সম্পূন্ন বেআইনী অবৈধ এবং বর্ণিত কাজ চলাকালীন সময় KGDCL এ সংশ্লিষ্ট ভিজিল্যান্স ডিপার্টমেন্ট এর লোকজন সাইডে গিয়ে হাতে নাতে কাজের মালামাল সহ ঠিকাদারের লোকজনকে ধরা হয়।
ঠিকাদারের লোকজনের স্বীকারউক্তি ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকের নির্দেশ মোতাবেক আমরা কাজ করিতেছি, সেটা বৈধ কিংবা অবৈধ তা আমরা জানিনা, এত অবৈধ কাজ করার স্বত্বে ও আজকে অনেকদিন পর্যন্ত ঠিকাদারের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে KGDCL কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন যথেষ্ট সন্দেহজনক।
তাই সরকারী রাজস্ব ও সিষ্টেমস লস রোধ করতে KGDCL এর সংশ্লিষ্ট লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ ঠিকাদারের লাইসেন্স বাতিল করা সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহনে জ্বানালী মন্ত্রনালয় অতিস্বত্বর ব্যবস্থা গ্রহন না করলে চট্টগ্রামে গ্যাসের অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে না।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩