নিজস্ব প্রতিবেদক
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণকে অন্যতম কার্যকর উপায় হিসেবে বিবেচনা করে, সারাদেশে শুরু হয়েছে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।
গত মঙ্গল ও বুধবার, জামালপুর জোনের জামালপুর সদর, রাজিবপুর, বকশিগঞ্জ, সরিষাবারি ও মেলান্দহ এরিয়ার ১০টি শাখায় এবং ১টি শিক্ষা প্রতিষ্ঠানে এই মহৎ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জোনাল ম্যানেজার জনাব কাজী শাহীদুল ইসলাম।
এদিকে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) মেলান্দহ এরিয়ার গোলাবাড়ি শাখায় ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণের মাধ্যমে এই অভিযানের সূচনা করেন এরিয়া ম্যানেজার জনাব তরিকুল ইসলাম। এসময় শাখা ব্যবস্হাপক মোঃ জাকারিয়া হোসেনসহ শাখা হিসাবরক্ষক ও ফিল্ড অফিসারগণ উপস্থিত ছিলেন।
১৯৯৬ সালে প্রধানমন্ত্রীর বনায়ন পুরস্কারে ভূষিত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা এসএসএস প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও বনায়ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পরিবেশ সুরক্ষায় নিজেদের অঙ্গীকারের অংশ হিসেবে, সংস্থাটি ২০২৫-২৬ অর্থবছরে ৫ লক্ষ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায়, সেপ্টেম্বর-২০২৫ মাসকে 'বৃক্ষরোপণ অভিযান মাস' হিসেবে ঘোষণা করা হয়েছে।
এসএসএস-এর উপ-নির্বাহী পরিচালক জনাব মাহবুবুল হক ভূইয়ার নির্দেশনায় পরিচালিত এই কর্মসূচির আওতায় সংস্থার ২৫টি জোনের ৮ শতাধিক শাখার মধ্যে ১৩৯টি শাখা এবং দেশের স্বনামধন্য ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মোট ১ লক্ষ ৬২ হাজার চারা বিতরণের চাহিদা পাওয়া গেছে। এরই মধ্যে পুরো দেশজুড়ে সংস্থার কর্ম এলাকায় চারা বিতরণ শুরু হয়ে গেছে এবং তা মাসব্যাপী চলবে বলে জানা গেছে।
গোলাবাড়ি শাখার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সদস্য, সুবিধাভোগী এবং এসএসএস কর্মীরা উপস্থিত ছিলেন। এরিয়া ম্যানেজার জনাব তরিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, "বৃক্ষরোপণ শুধু একটি চারা লাগানো নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। এসএসএস সবসময় মানুষের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে আসছে।"
উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই প্রায় ৩০০ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে এই শাখায় মোট ১৪০০ চারা বিতরণ করা হবে। বিতরণের জন্য নির্ধারিত চারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
ফলদ: আম, জাম, কাঁঠাল, লিচু, আমরা, জলপাই ও তাল।
বনজ: মেহগনি, গর্জন ও সেগুন।
ঔষধি: আমলকি, হরতকি, বহেড়া ও অর্জুন।
এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণে উৎসাহিত করবে না, বরং মানুষকে পরিবেশ সচেতন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসএসএস-এর এই প্রচেষ্টা দেশের বনায়নে নতুন গতি আনবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত