নীলফামারী জেলার জলঢাকা উপজেলার টেংগনমারী ক্লাস্টারের আওতাধীন বামনা বামনী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার গুণগত মানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বৈরি আবহাওয়া সত্ত্বেও সকল শিক্ষক যথাসময়ে উপস্থিত থেকে প্রাণবন্তভাবে পাঠদান করছেন। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিলো উৎসাহব্যঞ্জক।
শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীলতার কারণে বিদ্যালয়ের পরিবেশ অন্য অনেক প্রতিষ্ঠানের তুলনায় ব্যতিক্রমী হয়ে উঠেছে। শিক্ষকরা নিয়মিত পাঠদানের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ ও সহপাঠ কার্যক্রমেও গুরুত্ব দিচ্ছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক বলেন, “আমাদের একটাই লক্ষ্য—প্রত্যেক শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। শিক্ষকরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন, আর অভিভাবকদের সহযোগিতা আমাদের এই পথচলায় শক্তি জোগাচ্ছে।”
এই বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিঃসন্দেহে আশেপাশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হয়ে উঠেছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত