
উচ্চ আদালতের নির্দেশ অপেক্ষা করে খুলনা টু বরিশাল পর্যন্ত (পাঁচ জেলায়) সড়ক-মহাসড়কে আজও বহাল তবিয়তে দাপিয়ে বেড়াচ্ছে যন্ত্রদানব অবৈধ যান নসিমন, করিমন, ভটভটি, আলমসাধু, ইজিবাইক, মাহিন্দ্রা ও ব্যাটারি চালিত ভ্যান। অবৈধ এসব যান চলাচল অতি শিগগিরই বন্ধ না হলে আগামী ৬ অক্টোবর থেকে সাত মালিক সমিতির ৫০ রুটে পরিবহন (বাস) চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালিক সমিতির সভাপতি মোল্লা আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন শেখ, নির্বাহী সভাপতি মোল্লা সাইফুর রহমান, কার্যকরি সভাপতি মুর্শিদুর রহমান (লিটন), সিনিয়র সহ-সভাপতি বিকাশ মিত্র, সহ-সভাপতি, মিঠু মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, উপ-সাধারণ সম্পাদক, মোঃ রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ রকিব উদ্দিন রশিদ, দপ্তর সম্পাদক তৌহিদ উদ্দিন শেখ, লাইন সম্পাদক মোঃ জান্নাতুন নাঈম, মোঃ সেলিম মুন্সি, মোঃ সাকির চৌধুরী, মোঃ গহর আলী, আশরাফ-উজ-জামান শাহিন।
উলেখ্য, সরকার কর্তৃক অনুমোদিত বিআরটিসি পরিবহনগুলো মহাসড়কে নিয়ম-নীতি মেনে চলার বিধান থাকলেও তা মানা হচ্ছে না। অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট সরকারের আমলে খুলনা ডিপোর তৎকালীন ম্যানেজার ওমর ফারুক মেহেদীর একচ্ছত্র নেতৃত্বে বিআরটিসি পরিবহন চালকরা তাদের ইচ্ছামত গাড়িতে যাত্রী আনা নেওয়া করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত পাঁচ আগস্ট থেকে বিআরটিসি বেড়ে গেছে।
অভিযোগে আরো বলা হয়েছে, বিগত সরকারের আমল থেকে কতিপয় নামধারী ক্যাডার মালিক সমিতির অনুমতি ছাড়া দক্ষিণাঞ্চলের রুটে স্বঘোষিত রাজিব পরিবহন, অর্থি পরিবহন, মেট্রো পরিবহন, আব্বাস পরিবহন, সৈয়দ পরিবহনসহ বেশকিছু পরিবহন মালিকরা তাদের ইচ্ছামত যাত্রী আনা নেওয়া করে আসছেন। গত ৫ আগস্ট এর পর এসব অবৈধ পরিবহন (বাস) স্থায়ীভাবে বন্ধের ব্যাপারে একাধিকবার উদ্যোগ নিলেও মালিক সমিতি কর্তৃপক্ষ এখনো সুষ্ঠু কোন সমাধান পায়নি!
সড়কের শৃঙ্খলা ফেরাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের দীর্ঘদিনের দাবিসমূহ তুলে ধরে প্রতিকার কামনা করেন। তাদের দাবিগুলো আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন করা না হলে আগামী ৬ অক্টোবর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পাঁচ জেলার সাতটি বাস মালিক সমিতি প্রায় ৫০টি রুটে তাদের সকল গাড়ি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখবেন।
বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ অক্টোবর থেকে পাঁচ জেলার সাতটি বাস মালিক সমিতির ৫০টি রুটে সকল গাড়ি চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হবে।
রূপসা-বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন শেখ বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ অক্টোবর থেকে মালিক সমিতির ৫০টি রুটে সকল গাড়ি চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত