
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিনজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় গত ২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস দল সলঙ্গা থানার সাতটিকরী তালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ছাইফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে মাদক পরিবহনের সময় তিন নারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১. মোছাঃ সাথী আক্তার (৩০), স্বামী- মোঃ মাসুদ রানা, ২.মোছাঃ আজেদা বেগম (৪৪), স্বামী- মোঃ আবু তালেব খান, পিতা- মৃত আবুল হোসেন ৩.মোছাঃ শারমিন আক্তার (৩১), পিতা- মোঃ আব্দুল খালেক, সাং- উত্তর গোপালপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট।
র্যাব-১২ সূত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে পারস্পরিক যোগসাজশে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। জনগণকে মাদকবিরোধী লড়াইয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত