নিজস্ব প্রতিবেদক: সফল নারী উদ্যোক্তা ও নীলফামারীর গর্ব মোহসেনা চৌধুরী (মনি), এম.এ., এল.এল.বি. পেয়েছেন ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’। মানবতার মহান প্রতীক মহীয়সী নারী মাদার তেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদার তেরেসা রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল কর্তৃক আয়োজিত "মানবতার কল্যাণে মাদার তেরেসা" শীর্ষক আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
অদ্য শনিবার বিকেল ৪:৩০ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক। ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. আহসান উল্লাহ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুনসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ।
তবে হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে মোহসেনা চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষ থেকে প্রতিনিধিদের মাধ্যমে এ্যাওয়ার্ড, সার্টিফিকেট ও উত্তরীয় প্রদান করা হয়।
নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোহসেনা চৌধুরী (মনি) এই প্রতিবেদককে জানান— “প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে, শারীরিক অসুস্থতার কারণে আমি আজকের এই মহৎ আসরে সশরীরে উপস্থিত থাকতে পারিনি। তবুও আমার পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করায় আমি আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাদার তেরেসা ছিলেন নিঃস্বার্থ মানবসেবার প্রতীক। তার আদর্শ ও জীবন দর্শন আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে মানুষের কল্যাণে কাজ করতে। এই পুরস্কার শুধু আমার একার নয়, এটি আমার প্রতিষ্ঠান ‘আলোর দিশারী হেলথ কেয়ার, নীলফামারী’ পরিবারের প্রতিটি সহকর্মীর সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি। আমি বিশ্বাস করি, মানবতার সেবায় নিবেদিত হলে যেকোনো কাজই সফলতা বয়ে আনে। ভবিষ্যতেও আমি সমাজ ও দেশের কল্যাণে আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।”
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ তার এই সম্মাননায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, নীলফামারীর এই কৃতি নারী উদ্যোক্তা শুধু স্থানীয় নয়, জাতীয় পর্যায়েও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত