ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে মাসকলাই বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ আর সি ইনস্ট্রাক্টর আতিকুর রহমান, সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন প্রমুখ।
কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, সকল পতিত জমি চাষের আওতায় আনতে হবে। এ ধরনের প্রণোদনা শুধু উৎপাদন বাড়াবে না, বরং গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে। মাসকলাই একটি গুরুত্বপূর্ণ ডাল জাতীয় ফসল, যা মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং একইসাথে স্থানীয় খাদ্য চাহিদা পূরণেও বড় ভূমিকা রাখে।
উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্র বলেন, মাসকলাই চাষ লাভজনক হওয়ায় কৃষকেরা যদি যথাযথভাবে এটি আবাদ করতে পারেন তবে খুব অল্প সময়েই ভালো ফলন পাওয়া সম্ভব। তিনি কৃষকদের অবদানকে ধন্যবাদ জানিয়ে বলেন কোনভাবেই বা অর্থের আশায় এই প্রনোদনার বীজ ও সার বিক্রি করবেন না ।
উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য উপজেলার ২০০ জন কৃষকদের মধ্যে প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে মাসকলাই বীজ ও ৫ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত