ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও নবাগত সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা হলরুমে এ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার নবাগত সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন।
শিক্ষক প্রতিনিধি আলক্তগীন সরকার খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, অভিভাবক ও চর বারুইটারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোশাররফ হোসেন, ভুরুঙ্গামারী সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আফসার উদ্দিন।
এর আগে নবাগত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা এবং পরে মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
যাদের চিন্তা, চেতনা ও ত্যাগের বিনিময়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন প্রধান।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত