ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষে "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নয়ন মিয়া নাহিদ, মৎস্য চাষি রহিমা বেগম ও আরিফ প্রমুখ।
বক্তারা, দেশি মাছের বিলুপ্তি ঠেকাতে প্রতিটি ইউনিয়নে মাছের অভয়াশ্রম গড়ে তোলার কথা বলেন। এ বিষয়ে মৎস্য চাষিরা প্রশিক্ষন ও সরকারি সহযোগিতা পেলে নিজেরাও মাছের অভয়াশ্রম গড়ে তুলে উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে পারবেন। তারা আরো বলেন, আমিষের চাহিদা পুরণ ও মাছের মূল্য সাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এই অঞ্চলে মাছের অভয়াশ্রমের কোনো বিকল্প নেই।
পরে মৎস্য সপ্তাহের কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত