নীলফামারী জেলার জলঢাকা উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত মালেকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন ধরে নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল করার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক গুণাবলিতেও নিজেদের প্রমাণ করেছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন বলেন,
"আমাদের লক্ষ্য শুধুমাত্র পরীক্ষার ভালো ফল নয়, বরং একটি প্রজন্মকে সুশিক্ষিত, সচেতন ও মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলা। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টাতেই আজকের এই সাফল্য।"তিনি আরও বলেন,"নারী শিক্ষার অগ্রগতিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। প্রযুক্তিনির্ভর পাঠদান, সহপাঠ্য কার্যক্রম এবং নিরাপদ, সুশৃঙ্খল পরিবেশ আমাদের বিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য।"
বিদ্যালয়টির সামগ্রিক পরিবেশ, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার গুণগত মান এলাকাবাসীর কাছেও প্রশংসিত। শিক্ষার্থীদের অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, এখানে মেয়েরা নিরাপদ ও মনোযোগী পরিবেশে পড়ালেখার সুযোগ পাচ্ছে।
বর্তমানে মালেকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় শুধু জলঢাকাই নয়, গোটা নীলফামারী জেলায় একটি আদর্শ নারী শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত