ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানের শুভ সূচনা করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান ।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, ভুরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, আহবায়ক কমিটির অন্যতম সদস্য বিএনপি নেতা কাজী নিজাম, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক রুকুনুজ্জামান রোকন, সফল মৎস্য চাষী বাগভান্ডার গ্রামের আব্দুল বারিক ও আন্ধারীঝাড়ের আবু হাসান সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, যুব সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুল জব্বার । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কাউটস লিডার খোরশেদ আলম।
আলোচনা সভা শেষে দেশীয় প্রজাতি, কার্প মিশ্র চাষ, পোনা চাষে সফলতা অর্জনকারী সফল মৎস্য চাষীদের মাঝে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত