
মোঃ জাকিরুল ইসলাম,
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
আজ (৩০ শে জুলাই) রোজ বুধবার বিকাল ২:৩০ মিনিটে চট্টগ্রাম- রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে হাটহাজারী পৌরসভাধীন ৫ নং ওয়ার্ড কড়িয়ার দিঘীরপাড় নামক স্থানে ভয়াবহ মোটরসাইকেল এক্সিডেন্টে একজন নিহত ও চারজন আহত হয়।
স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। এবং অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম মো. নাসির উদ্দিন (৫২), পিতা: মৃত আব্দুল করিম, মাতা: জাহানারা বেগম ১নং ওয়ার্ড আমান বাজার, হাটহাজারী, চট্টগ্রাম।
পরিবার সূত্রে জানা যায়, নিহত নাসির উদ্দিন, দুবাই প্রবাসী এবং এক সন্তানের জনক ছিলেন।
তিনি দুবাইয়ের রাস আল খাইমা শহরে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে আরো জানানো হয়, নিহত নাসির উদ্দিন কোরবানির ঈদের ছুটিতে দেশে এসেছিলেন এবং আগামী ২ আগস্ট তার পুনরায় দুবাই ফিরে যাওয়ার কথা ছিল।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এবং হাটহাজারী মডেল থানার একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে রাউজান হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মোটরসাইকেল দুইটি উদ্ধার করে নিয়ে যায়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত