প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১০:২৮ এ.এম
রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে আর ফিরল না বাঁশখালী শীলকূপের জেলে তারেক।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে আর ফিরা হলো না চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জেলে মোহাম্মদ তারেকের (১৯)।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাঙ্গামাটি কাট্টলি বিলে গোসল করার সময় তিনি নিখোঁজ হোন। পরে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ তারেক উপজেলার শীলকুপ ইউনিয়নের ৪ নস্বর ওয়ার্ডের মনজুর ড্রাইভারের পুত্র।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন শীলকুপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী।
জানা যায়,, বাঁশখালী উপজেলার শীলকুপ এলাকার জেলে মোহাম্মদ তারেক মাছ ধরার জন্য মঙ্গলবার সকাল ৬টার দিকে বাঁশখালী থেকে রাঙ্গামাটি উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১২ টার দিকে তিনি রাঙ্গামাটি পৌঁছার পর সারাদিন মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন, সন্ধ্যায় কাট্টালি বিলে গোসল করার সময় তিনি নিখোঁজ হন, প্রায় ১৬ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ জেলে তারেকের লাশ উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষ করে তার লাশ বাঁশখালীতে নিয়ে আসার প্রক্রিয়া চলতেছে বলে জানা গেছে।
স্থানীয় মোহাম্মদ নাসির উদ্দিন জানান, তারেক রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের খবরটি প্রথমে আমি মোবাইল ফোনে পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষ করে তাকে বাঁশখালীতে নিয়ে আসা হলে পারিবারিক কবরস্থানের তার লাশ দাফন করা হবে। ইতোমধ্যে দাফন করার জন্য প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩