মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাস্থ বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে স্বেচ্ছাসেবক সংগঠন সুলতানপুরর ইউনাইটেড যুববসংঘ ও সমাজকল্যাণ সংস্থা ২০২০ সালে স্থাপিত হয়। সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বৃক্ষরোপন,সেচ্ছায় রক্তদান কর্মসূচি, দুঃস্থ ও অসহায়ের চিকিৎসার সহায়তা প্রদান, দারিদ্রো ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়ানো সহ নানা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে সংগঠনের সদস্যবৃন্দরা। অত্র সংগঠন পরিচালনা কমিটিতে ১২ জনের অধিক উপদেষ্টা ও ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।
উক্ত কমিটিতে উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত আশিকুর রহমান হানিফ, উপদেষ্টা- মো: আজিজ,উপদেষ্টা- মো: শফিকুল ইসলাম -উপদেষ্টা, মো: মহর মিয়া--উপদেষ্টা, মো: রাজু মিয়া-(উপদেষ্টা), মো: নুরু ইসলাম - (উপদেষ্টা) মো: সাহিন মাহামুদ - (উপদেষ্টা), মো: কাদের হোসাইন -(উপদেষ্টা), মো: জাকির হোসেন - (উপদেষ্টা), মো: সুমন হোসাইন - (উপদেষ্টা), মো: কামাল খন্দকার- (উপদেষ্টা), উপদেষ্টা- মো: রফিকুল ইসলাম -: জয়নাল আবেদিন - (উপদেষ্টা),মো: রাজিব মোল্লা - (উপদেষ্টা), মো: হানিফ হোসেন -উপদেষ্টা, মো: রাজ্জাক হোসেন-( উপদেষ্টা), মো: আসাদ মোল্লা - উপদেষ্টা, মো: মামুন মিয়া, (উপদেষ্টা),মো: কাউসার আহামেদ - উপদেষ্টা,উপদেষ্টা মো: সিফাত আহমেদ সুজন।
অত্র সংগঠনের সভাপতি হিসেবে মোঃ আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন নির্বাচিত হন।
উক্ত কমিটিতে আরো নির্বাচিত হন,মো:মোশাররফ হোসেন ---(সিনিয়র সহ-সভাপতি), মো:সোহেল রানা -(সহ-সভাপতি),মো:আকাশ- (সহ-সভাপতি) ,মো: আলামিন হোসেন - (সহ-সভাপতি),মো:সাগর আহমেদ -(সহ-সভাপতি), মো:সাঈদুল ইসলাম--সহ-সাধারণ সম্পাদক,মো:সাগর খন্দকার---সহ-সাধারন সম্পাদক, মো: সাগর হোসেন-- সাংগঠনিক সম্পাদক, মো:সজিব হোসেন --- সহ-সাংগঠনিক সম্পাদক, মো: সাইম হোসেন---সহ-সাংগঠনিক সম্পাদক।
মো:মোশাররফ হোসেন- (কোষাধ্যক্ষ), মো:বাপ্পি ইসলাম বাঁধন,সহ-কোষাধ্যক্ষ,মো:রিফাত আহমেদ - (সহ-কোষাধ্যক্ষ),মো: রাব্বি আহমেদ -- ক্রীড়া সম্পাদক, মো: ফয়সাল আহমেদ--- ক্রীড়া সম্পাদক, মো: সৌকত হোসাইন - দপ্তর সম্পাদক, মো: হদয় আহমেদ বাদল সহ দপ্তর সম্পাদক, মো: ফয়সাল হোসেন--প্রচার সম্পাদক, মো: মানিক মিয়া - (সহ প্রচার সম্পাদক) মো: আকাশ হোসাইন - সহ প্রচার সম্পাদক, মো: অমিত হাসান - সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মো: সাঈম সোবাহান -সদস্য সচিব।
এছাড়া উক্ত কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন, মো:সামির মোল্লা -(সদস্য) মো: জিসান-- সদস্য, মো: নাঈম - (সদস্য), মো: তোফাজ্জল হোসেন -( সদস্য) মো:নয়ন -(সদস্য), মো: সাফিন আহমেদ-(সদস্য), মো: ইউসুফ মাহামুদ -( সদস্য)
মো:আবির হোসেন -(সদস্য)সস্য- মো: রিফাত হোসেন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত