প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৫, ৩:০৪ পি.এম
ভালবাসা রাখি কোথায়?

লেখক:মাহমুদুর রহমান (শান্ত)
এতো ভালবাসা রাখি কোথায়,
ঝলসে যাচ্ছে গা প্রেমের ব্যথায়।
তোমার নামের ছায়া মনে,
জ্বলছে অন্ধকার রাতের দ্বিপ্রহরে।
চোখের পাতায় ঘুম নেই আর,
প্রতিটা নিঃশ্বাসে শুধু তোমার চারিধার।
চোখে জল, ঠোঁটে হাসি,
এই তো প্রেমের নীরব উপহাসি।
কেউ বোঝে না বুকের ব্যথা,
তোমায় ভুলে থাকাও যে এক যুদ্ধ কঠিনতা।
তবু বাঁচি, তবু হাসি,
তোমার ভাবনায় কেটে যায় প্রতিটি ক্লান্তি।
ভালোবাসা যদি পাপ হয় তবে,
আমি পাপী — অনন্ত কালের জন্যে।
তবুও চাই, একটুখানি স্পর্শ,
তোমার হৃদয়টুকু আমার হোক সর্বস্ব।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩