
দিগন্ত মিশেছে আপন আলয়ে
নেমেছে ধুসর সন্ধ্যা,
নিভু আলোর গোধূলি
শিখছে অদৃশ্য ব্যাকরণ।
ঘুটঘুটে অন্ধকারে হাটে
বিন্দাস নিয়তি --
তবুও হার হাভাতের অখণ্ড যুক্তি
বিপ্লব সম্মোহিত।
ডানা ঝাপটায় হুতোম প্যাঁচা
অপার্থিব অবয়বে,
অশরীরির ছায়ায় নিশ্চুপ,
যেন মিলবে মুক্তি!
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত