নীলফামারী জেলার ডোমার উপজেলার অন্তর্গত চান্দখানা ঘুনুরাম উচ্চ বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে গুণগত মানে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুশৃঙ্খল পরিবেশ, নিয়মিত শ্রেণি কার্যক্রম ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে কাজ করে চলেছে।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির পেছনে নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকা ও দক্ষ নেতৃত্বের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক (ডাকুয়া) বলেন,
"আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ করা। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সমাজের সহযোগিতায় আমরা একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে পেরেছি, যার সুফল আমরা ফলাফলের মাধ্যমে দেখতে পাচ্ছি।"
বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি, নির্ধারিত সময় অনুযায়ী পাঠদান, সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়নের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হচ্ছে। অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও শিক্ষার্থীদের মনোবিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বও এই প্রতিষ্ঠানে যথাযথভাবে পালিত হয়।
চান্দখানা ঘুনুরাম উচ্চ বিদ্যালয়ের এই অগ্রযাত্রা নিঃসন্দেহে এলাকাবাসীর জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের বাহক হবে—এমনটাই প্রত্যাশা।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত