নিজস্ব প্রতিবেদকঃকুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২০তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে হিজবুল আরাফাত ভুরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে ভুরুঙ্গামারী সরকারি কলেজ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হিজবুল আরাফাত ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ব আলী মাস্টার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহামুদ।
হিজবুল আরাফাত ভুরুঙ্গামারী উপজেলা শাখার সহকারী সম্পাদক আলহাজ্ব ফয়জার রহমান মাস্টারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন হিজবুল আরাফাত ভুরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল জলিল, সোনাহাট ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও হিজবুল আরাফাতের কার্যকরী সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, আলহাজ্ব ফেরদৌস হোসেন , ভুরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আলমগীর হোসেন, সোনাহাট ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মাওলানা আনোয়ারুল ইসলাম, মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী, মাওলানা আব্দুল বারী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল আউয়াল, হিজবুল আরাফাতের কার্যকরী সদস্য আরাফাত হোসেন টিটু ।
পরে হিজবুল আরাফাতের কোষাধ্যক্ষ মাওলানা হাফেজ নুরুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্মেলনে নতুন ৪৬ জন হাজীসহ প্রায় চার শতাধিক হাজী অংশ গ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত