স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ে বহু ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। অনেকেরই বসতভিটা বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
স্থানীয়রা জানান, হঠাৎ করে আকাশ কালো করে প্রবল বাতাসসহ শুরু হয় ঘূর্ণিঝড়। মাত্র কয়েক মিনিটের এই ঝড়ে উড়ে গেছে টিনের চালা, ভেঙে পড়েছে গাছপালা ও কাঁচা ঘর। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
ক্ষতিগ্রস্ত এক গ্রামবাসী বলেন, “সবকিছু হারিয়েছি, মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। সরকার থেকে যদি সাহায্য না পাই, তাহলে এই ক্ষতি আমরা কোনোভাবেই পুষিয়ে উঠতে পারব না।”
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত